প্রশ্ন: আপনাদের কোর্সগুলো কিভাবে করানো হয়?
উত্তর: আমাদের কোর্সগুলো অনলাইনে রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল আকারে পাবেন। কোর্সে এনরোল করার পর আমাদের সাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে। আপনি যখন খুশি লগইন করে কোর্স টিউটোরিয়াল দেখতে পারবেন।
প্রশ্ন: কোর্সে এনরোল করার পর কখন কোর্স টিউটোরিয়াল দেখা শুরু করতে পারব?
উত্তর: কোর্সে এনরোল করার সঙ্গে সঙ্গেই কোর্স টিউটোরিয়াল দেখা শুরু করতে পারবেন।
প্রশ্ন: কোর্সগুলো শেখার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে?
উত্তর: এটা নির্ভর করছে কোর্সের মোট আলোচ্য বিষয় এবং শেখার ক্ষেত্রে আপনার একাগ্রতার উপর। আপনি যদি প্রতিদিন মনোযোগ সহকারে ২-৩ ঘণ্টা সময় ব্যয় করেন শেখার ক্ষেত্রে, আশা করি দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন।
প্রশ্ন: কোর্সগুলো করে আমি কি চাকরি বা ফ্রিল্যান্সিং করে আয় করা শুরু করতে পারব?
উত্তর: আমাদের কোর্সগুলোর প্রথম এবং একমাত্র উদ্দেশ্য শেখানো। কারণ, আমরা মনে করি যেকোন জিনিসই ভালোভাবে জানলে, সেটা দিয়ে উপার্জন করা সম্ভব। কিন্তু মূল উদ্দেশ্য টাকা উপার্জন ধরে নিয়ে শেখা শুরু করলে, সেই শেখা থেকে কোনরকমের উপকারিতা আশা করাটা বোকামি।
প্রশ্ন: কোর্স টিউটোরিয়াল কি ডাউনলোড করা যাবে?
উত্তর: টিউটোরিয়াল ডাউনলোড করার কোন অপশন নেই। আপনাকে সাইটে লগইন করে টিউটোরিয়াল দেখতে হবে।
প্রশ্ন: কোর্সে সাবস্ক্রাইব করার উপায় জানতে চাচ্ছি।
উত্তর: আপনি আমাদের সাইট থেকে নিজেই কার্ড পেমেন্টের মাধ্যমে কোর্সে এনরোল করতে পারেন। অথবা চাইলে সরাসরি আমাদের বিকাশ বা রকেট নাম্বারেও পে করে দিতে পারেন। আমরা তখন কোর্স এক্সেস আপনার মেইলে পাঠিয়ে দিব।
প্রশ্ন: আমার অ্যাকাউন্ট পরিচিত অন্য কারো সাথে শেয়ার করতে পারব?
উত্তর: আমাদের কোর্সগুলো সিংগেল অ্যাকাউন্টের জন্য। আরেকজনের সাথে শেয়ারিং কিংবা টিম শেয়ারিং করা যাবে না। যেহেতু আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো রেডি করতে অনেক পরিশ্রম করি, সুতরাং শেয়ারিং এর অনুমতি দেওয়া আমাদের পক্ষে সম্ভবও না।
প্রশ্ন: সাবস্ক্রাইব করার জন্য পেমেন্ট সিস্টেমটা কিভাবে হবে?
উত্তর: আপনি অনলাইন ব্যাংকিং, কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোর্স ফি পে করতে পারবেন।
প্রশ্ন: কোন কিছু না বুঝলে আমি কিভাবে সাহায্য পেতে পারি?
উত্তর: আপনার যেন কোন কিছু বুঝতে অসুবিধা না হয়, সেজন্য প্রতিটা বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে। আপনি মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন। এরপরও কোন কিছু বুঝতে অসুবিধা হলে ফেসবুক সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। এনরোল করার পর সাপোর্ট গ্রুপের লিংক পেয়ে যাবেন।
প্রশ্ন: আমি কি একাধিক ডিভাইসে টিউটোরিয়াল দেখতে পারব?
উত্তর: না। তবে আপনি আপনার কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও টিউটোরিয়াল দেখতে পারবেন।
প্রশ্ন: বান্ডল কোর্স জিনিসটা কি?
উত্তর: ধরেন আপনি থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট দুটো কোর্স ই করতে চাইছেন। এখন আলাদা আলাদা করে দুটো কিনতে গেলে খরচ বেশি পড়ে যায়, এজন্য দুটো কোর্সকে একসাথে করে একটা বান্ডল বানিয়ে দেয়া হয়েছে যার মূল্য অনেক কম। এক্ষেত্রে এই একটা বান্ডল কিনলেই আপনি দুটো কোর্সেরই অ্যাক্সেস পাবেন। এরকম ভাবে আরও একটা বান্ডল রয়েছে তিন টা কোর্স নিয়ে। সেটা কিনলে একসাথে তিনটা কোর্সেরই অ্যাক্সেস পাবেন। আলাদা আলাদা করে আর কোন কোর্স কেনা লাগবে না
প্রশ্ন: আমি কি কোন ডিসকাউন্ট পেতে পারি?
উত্তর: কোন ডিসকাউন্ট অফার বর্তমানে চালু আছে কি না, তা জানতে আমাদের ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন। অথবা, আমাদের ফেসবুক পেজ ইনবক্সে ডিসকাউন্টের ব্যাপারে খোঁজ নিতে পারেন।