ফুলস্ট্যাক মডার্ন জাভাস্ক্রিপ্ট

জাভাস্ক্রিপ্ট পছন্দ করেন, শিখতে চান। অথবা জাভাস্ক্রিপ্ট অপছন্দ করেন অথবা ভয় পান এমন যে কেও এই কোর্সে অংশগ্রহন করতে পারেন। প্রোগ্রামিং সম্পর্কে আগে থেকে ধারনা থাকার প্রয়োজন আছে। যদি অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আগে থেকে অল্প হলেও জানেন, তাহলে কোর্স করতে সুবিধা হবে। কোর্সের একটা বড় অংশ বুঝতে হলে HTML আর CSS এর অন্তত বেসিক ধারনা থাকাটা খুব জরুরী। কোর্সের ভিডিও লেসনগুলো বেশীভাগ করা হবে ম্যাকে। তবে সেইম কাজ লিনাক্স অথবা উইন্ডোজেও বেশীভাগ সময় একই উপায়ে করা যাবে। কোড করার জন্য কম্পিউটারে একটা রিয়েল ওয়েব ব্রাউজার (লেটেস্ট ক্রোম অথবা ফায়ারফক্স) ইনস্টল করা থাকতে হবে, আর লেটেস্ট নোড জে এস (https://nodejs.org) ইনস্টল করা থাকতে হবে।

এই কোর্সে ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন আনাম আহমেদ এবং কোর্সটি শুরু হবে আগামী ১লা অক্টোবর থেকে